রূপান্তরের পথে!

যে কোনও জনআন্দোলনই এক রূপান্তর ও উত্তরণের পথে আমাদের নিয়ে চলে। আরজিকরের নৃশংস ঘটনার পর যে জনজাগরণ ও মেয়েদের রাত দখলের পদক্ষেপ, তা বহুলাংশে আন্দোলনের চলতি ভাবনাকে নাড়িয়ে দিয়েছে। এই আন্দোলনের প্রাপ্তি যেমন অনেক কিছু, আবার তা ভবিষ্যতের গর্ভে স্থাপন করেছে এক অবিস্মরণীয় আলোকবর্তিকা। তাই এ প্রয়াস দীর্ঘস্থায়ী। সোশ্যাল মিডিয়ার ফেক নিউজ ও মিথ্যাচারের বিরুদ্ধেও এ এক কঠিন লড়াই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *