ভ্রমণই জীবন

প্রকৃতি ও জীবন-জীবিকার লড়াই মানুষকে কোনও যুগেই স্থির স্থানাঙ্কে অটুট রাখেনি। সে বেরিয়েছে, ঘুরেছে, নতুন পাঠ নিয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় বসত গেড়েছে। তার জীবনশক্তি তার চলমানতাতেই।

তাই, ভ্রমণ ও অভিযান মানুষের অঙ্গে অঙ্গে; কোথাও আপাত স্থিরীকৃত হলেও আদতে বেরিয়ে পড়ার নেশা!

এই-ই তার স্বাভাবিকতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *