চিত্ত ও বিত্তের গোলযোগ ছাপিয়ে মধ্যবিত্ত এই একুশ শতকের বিশের দশকে কি এক নতুন বৈভব ও বিষণ্ণ চৈতন্যের আলোছায়ার মাঝে এসে দাঁড়িয়েছে? যেখানে তার হাতে ও পরাণে আর অজস্র অবকাশ নেই, অর্থের পিছনে অকল্পনীয় দৌড়ে তার নাভিশ্বাস!
যন্ত্রের যাপন ও বুদ্ধিমত্তার মধ্যেই তার আপাত মরণ-বাঁচন। উচ্চকোটি ও নিম্নকোটির মধ্যবর্তীতে তার চকিত আরোহন অথবা অবরোহন!