‘একক মাত্রা’ যখন আরও সহজলভ্য

‘একক মাত্রা’ যখন আরও সহজলভ্য

১৯৯৮ সালের অক্টোবরে, আমাদের শুরুর দিন থেকে অন্তত দু’ দশক নিরলস ভাবে আমরা যে যাত্রাপথে সামিল, তা আজও সমান অব্যাহত। কিন্তু ইতোমধ্যে যে তুমুল পরিবর্তনের আবহে বিশ্ব চরাচর ওলটপালট, তা অকল্পনীয় ও অবিশ্বাস্য (যদিও অবধারিত)। এ নিয়ে আমরা চর্চাও করেছি প্রচুর এবং সেই মোতাবেক গত ২০২২ সালের সেপ্টেম্বরে নিজেদের ডিজিটাল অবয়ব নির্মাণ করে সময়ের প্রাসঙ্গিকতাকে সিদ্ধ করেছি। তারপরেও ‘একক মাত্রা’র মুদ্রণ প্রকাশনাকে যথাসম্ভব অব্যাহত রেখে ডিজিটাল সংখ্যা, ব্লগ, পডকাস্ট, ইউটিউব দৃশ্য-নিবন্ধ, পুরনো সংখ্যার আর্কাইভ ইত্যাদি ডিজিটাল আত্মপ্রকাশকেও বজায় রাখা হয়েছে।

কিন্তু সময় যেন দৌড়চ্ছে আমাদের পিছু ফেলে। তাই আরও একবার নিজেদের ঝালিয়ে নেওয়ার প্রচেষ্টা। যেহেতু ইতিমধ্যেই ‘একক মাত্রা’ পত্রিকার মুদ্রণ সংস্করণ প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, ডিজিটাল সংস্করণেই তার আস্বাদ মিলছে, উপরন্তু, নিয়মিত ব্লগ ও দৃশ্য-নিবন্ধের প্রকাশের ফলে ডিজিটাল সংখ্যা প্রকাশেরও প্রয়োজনীয়তা যেন ফুরিয়ে আসছে, অথবা, সে সবের প্রকাশকে যেন যথাযথ ভাবে সম্ভব করে তোলা যাচ্ছে না, তাই আবারও আমাদের আঙ্গিকগত কিছুটা শুধরে নেবার পালা।

ফলে, সিদ্ধান্ত এই যে,

১) এবার একক মাত্রা’র ডিজিটাল ও মুদ্রণ সংস্করণ সম্ভবপর হলে তবেই প্রকাশ করা হবে। তা আর নিয়মিত প্রতিশ্রুতি হিসেবে থাকছে না;

২) ইতিমধ্যে প্রকাশিত ডিজিটাল সংখ্যা এবং ব্লগ, পডকাস্ট ও দৃশ্য-নিবন্ধের নিয়মিত প্রকাশনা ও আর্কাইভে পুরনো সংখ্যার আপলোডের ধারাবাহিকতাতেই আপাতত একক মাত্রা পোর্টাল (www.ekakmatra.in) চলবে;

৩) তাই, বার্ষিক ও আজীবন গ্রাহক সংগ্রহে আমরা আপাতত বিরতি দিচ্ছি; তবে, যারা গ্রাহক আছেন (বিশেষত আজীবন) তারা তাঁদের সুবিধাগুলি পেতে থাকবেন;

৪) আমরা চালু করছি ‘সহযোগী গ্রাহক’ প্রথা, যেখানে সহযোগী গ্রাহকেরা প্রকাশিত সমস্ত ডিজিটাল সংখ্যা ও অমূল্য আর্কাইভের পুরনো সংখ্যাগুলির ডিজিটাল প্রাপ্তি সহ পুরনো লভ্য মুদ্রণ সংখ্যারও একটি সেট পাবেন। এটি একটি বিশেষ সুযোগও বটে। যাদের বার্ষিক গ্রাহকের মেয়াদ এখনও ফুরোয়নি, তাঁরা নিজেদের ‘সহযোগী গ্রাহক’ হিসেবে আপগ্রেড করে নিতে পারেন;

৫) ‘সহযোগী সদস্য’ চাঁদা এককালীন মাত্র ৫০০ টাকা, যা আমাদের প্রকাশনার কাজগুলিকে চালিয়ে নিয়ে যেতে এক নির্ভরযোগ্য সহায়তা;

৬) যথারীতি, যাঁরা ‘সহযোগী গ্রাহক’ হবেন, তাঁরা অবশ্যই ‘একক মাত্রা’ পোর্টালে রেজিস্টার করে লগিন আইডি ও পাসওয়ার্ড তৈরি করে নেবেন। বিনা লগিনে একক মাত্রা’র ডিজিটাল ও আর্কাইভের কোনও সংখ্যাই উপলব্ধ করা যাবে না।

আপনাদের সকলের কাছে বিনীত নিবেদন, আমাদের এই উদ্যোগকে আবারও প্রশ্রয় দিয়ে ‘একক মাত্রা’র ভূমিকা ও চলনকে সদা সজীব রাখুন। হয়তো খুব শিগগির, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর আরও নতুন কিছু নিয়ে আমরা হাজির হব। অপেক্ষা করুন, আবারও কোনও চমকের জন্য।

২০ সেপ্টেম্বর ২০২৫

Related Articles

1 Comment

Avarage Rating:
  • 0 / 10
  • উত্তম ভট্টাচার্য , September 20, 2025 @ 9:23 pm

    খুব ই প্রয়োজনীয় আলোচনা। অভিনন্দন। সত্য গল্প, বানানো গল্প এ গুলো উদ্ঘাটন জরুরি। এক ই ভাবে সত্য হলেও কিছু কিছু অনাকাঙ্ক্ষিত সত্য ঘটনা চর্চা ও মন্দ। কারণ চোখের বদলে চোখ নেওয়া কাম্য নয়, একই ভাবে, পূর্বপুরুষ এর ভুল ত্রুটি ও অপকর্ম জাগিয়ে রাখার মধ্যে সভ্যতার উৎকর্ষতা ঘটে না। বরং সাবধান বাণী হিসেবে, ইতিহাস এর ভুল পদক্ষেপ হিসেবে অতীতের অঘটন মনে রাখতে হয়। আন্তরিক প্রশংসা
    ও কৃতজ্ঞতা জানাই এমন প্রতিবেদনের জন্য। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *