বিশ্ব জুড়ে অশান্তি, দেশ জুড়ে অনাচার আর রাজ্য জুড়ে হতাশার বাতাবরণ যখন আমাদের জীবনকে বিষাক্ত করে তুলেছে, তখনই কানে এল এমন একটা খবর যা শুধু অদ্ভুতই না বেশ লোমহর্ষক। দশ হাজারেরও বেশি বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া একটা অতিকায় নেকড়েকে নাকি বিজ্ঞানীরা ফিরিয়ে এনেছেন।
