প্রথম পর্যায়ে ৩.৪ কিমি দীর্ঘ বুড়িগঙ্গা সংস্কারের কাজে (চিঁড়েকল থেকে নতুন পাড়া ক্লাব পর্যন্ত) যে সংঘর্ষের মধ্যে দিয়ে অতিক্রান্ত হয়েছিলাম, তাতে আমাদের মনে হয়েছে, ‘নদী সংস্কার হচ্ছে’ এই বিষয়টি বেশ মাখো মাখো শোনালেও আগে দরকার নদীর খাত থেকে বেআইনি দখলদারি উচ্ছেদ।