ফ্রান্স কি নতুন পথ দেখাল?
ফ্রান্সের সংসদীয় নির্বাচনে বামপন্থী জোট New Popular Front (NFP) সব থেকে বেশি আসন পেয়েছে। যদিও তারা সাবেক বামপন্থী নয়। ইউরোপ জুড়ে যখন সাম্প্রতিক বছরগুলিতে উগ্র দক্ষিণপন্থা ও ফ্যাসিবাদের করাল ছায়া মাথা তুলছে, তখন ফ্রান্সে বামপন্থী জোটের এই জয় নিঃসন্দেহে অসীম তাৎপর্যপূর্ণ।