রাজনীতির দিক থেকে যে সব দেশ গণতান্ত্রিক, তাদের অর্থনীতি ধনতান্ত্রিক হলে তাতে অবাক হবার কিছু নেই। বরং, সেটাই স্বাভাবিক। যদিও গণতন্ত্র সমানাধিকারের কথা বলে আর ধনতন্ত্র যে আর্থিক অসাম্য স্বাভাবিক বলে ওকালতি করে, তা কোনও যুক্তিতেই গনতন্ত্রের অনুকূল নয়। বরং, সেটাই গণতন্ত্রের সাফল্যের সবচাইতে বড় প্রতিবন্ধকতা। অল্পস্বল্প সামাজিক ও আর্থিক অসাম্য গণতন্ত্র নানা কায়দায় সামলে নেয়। কিন্তু, আর্থিক অসাম্য পুষে রাখলে বা খুব বেশি বৃদ্ধি পেলে সহসা সামাজিক অস্থিরতা মাথা চাড়া দিতে থাকে। তাই, ধনতন্ত্রের সৃষ্ট বেয়ারা রকম অসাম্যের চাপ শেষমেশ গণতন্ত্রের ঘাড়েই চাপে।