সাড়ে-পাঁচশো বছর আগে যখন ছাপাখানা শুরু হল তখন অধ্যাপক ও ধর্মযাজক মার্টিন লুথার বলেছিলেন, ছাপার অক্ষর পৃথিবীকে পাল্টে দেবে। দিলও তাই। লুথারের বাইবেলের অসংখ্য সংস্করণ বেরল। গোঁড়া ক্যাথলিকদের বিপদ বাড়ল, আধুনিক ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের জন্ম হল। মোটের উপর, মানুষের ভাল বই মন্দ হল না।