১৯৭১ এমনই এক সন্ধিকাল যার পরবর্তী অর্ধ শতক আমাদের পৌঁছে দেবে সর্ব অর্থে সম্পূর্ণ নতুন এক ভুবনে। ষাট ও সত্তর দশক, শুধু বঙ্গজীবনের নিরিখেই নয়, বিশ্ব চরাচরেও ছিল পূর্ণচ্ছেদ ও সূচনার এক যুগল যোগসূত্র।
বৈপ্লবিক উথালপাতালে চূর্ণ-বিচূর্ণ হচ্ছে সনাতনী নাগপাশ। জন্ম নিচ্ছে আশ্চর্য নতুন এক বিশ্ব; যেখানে ভরসা ও বিপন্নতার নতুন ব্যাকরণে আমাদের আজকের অনিশ্চিত অথচ স্পর্ধিত যাপন।