‘একুশের চেতনা এখন শুধু বইয়ের পাতায় নয়, এই সময়ের বাস্তবতা’এও তা জ্বলজ্বল করে। দুই বাংলার রাজনীতির সংস্কৃতি, অর্থনীতি আলাদা হতে পারে কিন্তু মানুষ তো একই ভাষা সত্তায় বাঁধা। এই ভাষাই আমাদের মূল সত্য, আমাদের পরিচয়।’ বাংলাদেশের বন্ধুরা এবারের একুশ’কে এইভাবেই এক নতুন মাত্রায় উদ্দীপ্ত করে আমাদের উপহার দিলেন। ভাষ্য নির্মাণ: একটি যৌথ চিন্তা প্রকল্প; ভাষ্য পাঠ: কাজল ইসলাম; শব্দ মিশ্রণ: তুলসী সাহা।

1 Comment