আইনসভা, প্রশাসন, বিচারব্যবস্থা ও মিডিয়ার যে চতুর্স্তম্ভের ওপর আধুনিক গণতন্ত্র দণ্ডায়মান বলে সওয়াল করা হয়, তা কি আজ অবসানের পথে? নাকি, আরও একটি নতুন স্তম্ভের ওপর তার নবতর নির্মাণ?
সারা বিশ্বেই সোশ্যাল মিডিয়ার যে দাপট ও শক্তি, বলাই বাহুল্য, তা আমাদের নিয়ে চলেছে এক নতুন ও অজানা ভুবনের কন্দরে। গণতন্ত্রকে কি তা প্রসারিত করে, নাকি, তীক্ষ্ণ নজরদারি ও ব্যক্তিগত তথ্য উন্মোচনের জালে পড়ে অধিকতর বিপন্নতা ডেকে আনে! হয়তো উভয়ই। হয়তো, এক দড়ি টানাটানির তুমুল লড়াই।