ব্যাধির ভার
আজ থেকে একশো-দুশো বছর আগে বহু ব্যাধিকে মানুষ চিনতই না। বিজ্ঞানের নিরলস গবেষণায় আমরা বহু ব্যাধিকে আজ শনাক্ত করেছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে এসেছে ব্যাধি নিয়ে ত্রাস ও মিথ্যাচার, খুব সচেতন ভাবেই। ফার্মা কোম্পানিগুলির হাতে চলে গেছে আপামর মানুষের স্বাস্থ্যের ভার। অতি-চিকিৎসায় মৃত্যু এখন এক বড় প্রবণতা।
যে ভাবে দেখানো হচ্ছে, ব্যাধি কি সব সময়ে এতটাই ভয়ঙ্কর?