প্রকাণ্ড বাজারের মধ্যে একটি সমাজ মৃদু শ্বাস নিতেছে

আধুনিক দুনিয়ার যাবতীয় ঘটনাবলির ত্বরিত ব্যাখ্যান/সমালোচনা, শিল্পসাহিত্য লইয়া বিরক্তি/উচ্ছ্বাস, ইতিহাসের বিভঙ্গ লইয়া উল্লাস/হতাশ্বাস ইত্যাদি বিচিত্র নৈবেদ্য সাজাইয়া পাঠকের সম্মুখে নিবেদন করিবার অপর নাম: আধুনিক মননশীলতা। ইহাতে পলিটিক্স-এর সুরমূর্ছনা অনিবার্য। নৈবেদ্য আধুনিক পাঠকের দৃষ্টি আকর্ষণ হেতু। অত্যাধুনিক লেখকগণ মনে করেন, নৈবেদ্যরূপী রচনার বিবিধ কুঞ্চনে ঘন ঘন ইংরাজি উদ্ধৃতির বিক্ষেপ চাই, সর্বাঙ্গে অলংকারের গুরুভার চাই, নহিলে তাহার মূল্য (‘ভ্যালু’), মান (‘কুয়ালিটি’), মূল্যমান (স্ট্যান্ডার্ড) বাড়ে না— রচনা পাঠকের দুরধিগম্য হইলেই মূল্যবান হয়। এইরূপ অন্তঃসারশূন্য, ইনটেলেকচুয়াল বেয়াদবি যেমতে বাড়িয়াছে, মসৃণ, নিপাট রচনা কালক্রমে ততই গুরুত্ব হারাইয়াছে। তথাপি ওইরূপ একটি লাটভাঙা রচনায় প্রবৃত্ত হইলাম—গুরুত্বহীন কিনা তাহা সম্পাদক যেমন বুঝিবেন, পাঠকও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!