গুজরাত-দিল্লি-হিমাচল
গুজরাত-দিল্লি-হিমাচলে যে তিনটি নির্বাচন হয়ে গেল, ভারতীয় রাজনীতিতে তার প্রভাব সুদূরপ্রসারী। বিজেপি তার একটি গড় ধরে রাখতে পেরেছে কিন্তু দুটি খুইয়েছে। এই তিন নির্বাচন ও তার ফলাফল কঠিন ও নতুন কতকগুলি বার্তা দিচ্ছে। যারা বুঝবেন না তারা পিছিয়ে পড়বেন।