তবুও যুদ্ধ চলেছে!
অনেকে ভাবছিলেন ইজরায়েল-ইরান যুদ্ধ বুঝি বা তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণতি পাবে। এর কোনও সম্ভাবনাই নেই। কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তার আগ্রাসী দুনিয়াদারিতে আজকের রাজনৈতিক অর্থনীতি প্রায় সম্পূর্ণত ভার্চুয়াল দুনিয়ার কন্দরে স্থাপিত হয়ে চলেছে, যেখানে সামরিক যুদ্ধের কোনও কারণই সে ভাবে আর নেই! তবুও যুদ্ধ চলেছে। কেন? এই যুদ্ধগুলি সবই স্থানিক ও ইতিহাসের ধারাবাহিকতায় গড়ে ওঠা হানাহানির রেশ। শক্তিধর রাষ্ট্রগুলি নানান হম্বিতম্বি করে মাত্র, কেউই সে ভাবে এইসব যুদ্ধে নিজেদের প্রত্যক্ষ ভাবে জড়ায় না। বলাই বাহুল্য, আগামী দিনে সামরিক যুদ্ধ থেকে এক সাইবার যুদ্ধে উত্তরণের ক্রান্তিকালে আমরা আজ এসে দাঁড়িয়েছি।

