কৃত্রিম বুদ্ধিমত্তা আমূল বদলে দিচ্ছে রাজনৈতিক-অর্থনীতির চেহারা। প্ল্যাটফর্ম অর্থনীতির দুনিয়া ও কাজের নতুন ধরন জন্ম দিচ্ছে এক অভিনব শ্রমের পরিসর ও কর্মীবাহিনী: গিগ শ্রমিক। আমাদের দুয়ারে প্যাকেট হাতে অথবা পরিষেবার কাজে নচেৎ গাড়ি/বাইক নিয়ে প্রায় রোজই এরা হাজির। সকাল-বিকেল অথবা রাতবিরেতে, অসময়েও। এদের সংখ্যাও দ্রুত বাড়ছে। দুনিয়া জুড়েই। কেমন এদের কাজের জগৎ? আগামী ভবিষ্যৎই বা কী? আমরা কি এক নতুন পৃথিবীর দোরগোড়ায়? শতফুল চ্যানেলের নতুন নির্মাণ।
![আলাদীনের যন্ত্র প্রদীপ](https://www.ekakmatra.in/wp-content/uploads/2022/09/Screenshot-2022-09-03-at-00-25-26-আলাদীনের-যন্ত্র-প্রদীপ।-ভাষ্য-ভাবনা-ও-নির্মাণ-অনিন্দ্য-ভট্টাচার্য।-gigworkers-platformeconomy.png)