একক মাত্রা: মগজে দিন শান…। ভাবনা ও নির্মাণ
‘একক মাত্রা’ শুধুমাত্র একটি দ্বিমাসিক পত্র নয়। চলমান জীবন ও আগামী সময়কে বোঝার এক স্পষ্ট দর্পণ। অতীতকে জড়িয়ে অসহায় আত্মবিলাপ নয়, সাহসের সঙ্গে মৌলিক ভাবনায় জাড়িত হওয়া- এই তো বাঙালির আত্মপরিচয়। কেন হবে না বাংলা ভাষায় সমাজের মৌলিক অন্বেষণ! হীনম্মন্যতায় ডুবতে ডুবতে কেন শুধু সাহেবদের দিকেই তাকিয়ে থাকা! গত বাইশ বছরেরও বেশি সময় ধরে ‘একক মাত্রা’ চেষ্টা করে চলেছে, শত আক্রমণকে তুচ্ছ করে, ভাবনা-চিন্তার গোড়া ধরে নাড়া দেবার।