সম্পর্কে তিনি ক্ষিতিমোহন সেনের দৌহিত্র, অমিতা সেনের পুত্র। এই পরিচয় সরিয়ে রেখে শান্তিনিকেতন ছেড়ে যেতে পারেন না তিনি। তিনি অমর্ত্য সেন। তাঁর সম্পর্কে আগেই লিখেছি (অন্যত্র), আবারও লিখব? লিখতে বাধ্য করলেন বিশ্বভারতীর উপাচার্য মহাশয় (যাঁর কালো হাতের ছোঁয়ায় ‘আলাপিনী’ থেকে ‘কারুসংঘ’ সবই আজ বন্ধ)।