জনস্বাস্থ্যই এখন মানুষকে অবরুদ্ধ করার মারণাস্ত্র, আর তাই জনস্বাস্থ্যই জনমানুষের প্রতিবাদেরও হাতিয়ার।
শরীরের ওপর নিজের অধিকার আমাদের দাবি। রোগী চিকিৎসা কেনে কিন্তু তাতে তাদের ‘পছন্দ’ থাকে না। জনস্বাস্থ্যের জায়গা থেকে এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই অনুচ্ছেদ ২১, যেখানে বাঁচার অধিকার সহ যে সব মৌলিক অধিকারগুলো বর্তমান সংবিধান আমাদের দিয়েছে তা তুলে ধরা উচিত। যে কোনও ধরনের বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি প্রবর্তনের বিরোধিতা করা উচিত।