আমাদের দেশে শুধু নয়, সারা দুনিয়ার বামপন্থীদের মধ্যে একটা সময় সুদীর্ঘ বিতর্ক হয়েছে সংসদীয় গণতন্ত্রের উপযোগিতা নিয়ে। সনাতন শ্রেণি সংগ্রাম যদি সরিয়েও রাখি, পিছিয়ে-পড়া গরিব মানুষের স্বার্থে কি সত্যি কাজ করা যায় সংসদীয় পথে? এই প্রশ্নে দেশে দেশে কমিউনিস্ট দল বিভাজিত হয়েছে, এ দেশেও তার ব্যতিক্রম হয়নি।
