টেক কোম্পানিতে ছাঁটাই: Web3 জমানার শুরু?
বড় বড় কর্পোরেট টেক কোম্পানিতে শুরু হয়েছে ব্যাপক হারে কর্মী ছাঁটাই। অনেকে বলছেন, এই ছাঁটাই ২০২৩’এ আগত মন্দার সংকেত। কিন্তু শুধু কি তাই? আমরা কি কোনও আমূল পরিবর্তনের দোরগোড়াতেও এসে দাঁড়াচ্ছি? Web3 জমানাতে উত্তরণও কি বাস্তব নয়? আজকের ওয়েব দৈত্যদের আধিপত্য কি তাই ভেঙ্গে পড়ছে? ভাবনা, ভাষ্য ও নির্মাণ: অনিন্দ্য ভট্টাচার্য।
2 Comments