স্বামীজীর গ্রহণযোগ্যতা আজও বাড়ছে কেন
পুটিয়ারি হরিদেবপুর প্রেরণা’র পক্ষ থেকে ১৬ জানুয়ারি (২০২৬) এক উন্মুক্ত আলোচনাসভা অনুষ্ঠিত হল হরিদেবপুর জজবাগান ক্লাবের মাঠে। বিষয়: স্বামীজীর গ্রহণযোগ্যতা আজও বাড়ছে কেন। বললেন, আলাপন বন্দ্যোপাধ্যায় (প্রাক্তন মুখ্যসচিব ও বর্তমান চেয়ারম্যান, পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন) ও স্বামী বেদস্বরূপানন্দ (ভারপ্রাপ্ত অধিকর্তা, বিবেকানন্দ আর্কাইভ, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক)।
আজকের এই উদ্ভ্রান্ত ও অস্থির সময়ে স্বামী বিবেকানন্দকে এক নতুন আলোক ও মাত্রায় উদ্ভাসিত করলেন দুই বক্তা। তাঁদের দুজনের উপস্থাপনা ইতিহাসের আকর হয়ে থেকে যাবে।

