ভারতবর্ষের বুকের ওপর যেন একটা ভারী পাথর চাপা দেওয়া ছিল। লোকসভা নির্বাচনের ফলাফল বেরনোর সাথে সাথে সেই চাপ অনেকটাই মুক্ত হল; দীর্ঘ এক দশক পর মানুষ আবার বুক ভরে শ্বাস নিল, বাবাসাহেব আম্বেদকরের সংবিধান আপাতত রক্ষা পেল, একনায়কতন্ত্রের ভীতিপ্রদ করাল ছায়া অপসারিত হল।