শ্রীলঙ্কায় বাম অভ্যুত্থান?
শ্রীলঙ্কায় অনুরা কুমারা দিশানায়েকের নেতৃত্বে বাম জোট National People’s Power (NPP) সংসদীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে বিপুল জয় পেয়ে ইতিহাস নির্মাণ করেছে। বিশ্ব রাজনীতিতে এ এক অভূতপূর্ব পরিবর্তন। কারা এই এনপিপি’র শরিক? কীভাবে তারা শ্রীলঙ্কার রাজনীতি ও অর্থনীতিতে মৌলিক পরিবর্তন আনতে পারে? কীভাবে রাজনীতির মধ্য মঞ্চে উঠে এলেন অনুরা কুমারা দিশানায়েকে?