রহস্যময় স্মৃতির বেদনা
সিরাজ বাঁ হাতে ঝংকার তোলেন। তাঁর প্রপিতামহ বাবা আলাউদ্দিন খাঁ সাহেবও ছিলেন বাঁ হাতি। তাই তিনি তাঁর প্রপিতামহের যন্ত্রটিকেই আপন করে নিয়েছেন। ভাবতেও শিহরণ হয়, সিরাজের হাতের যন্ত্রটিই একদা বাজিয়েছেন স্বয়ং আলাউদ্দিন খাঁ সাহেব। পিতামহ ওস্তাদ আলি আকবর খাঁ সাহেব, পিতা ওস্তাদ ধ্যানেশ খাঁ ও জ্যাঠামশাই আশিস খাঁ সাহেব, যাঁর কাছে তাঁর মূল তালিম। এই ঐশ্বর্যশীল পরম্পরাকে সিরাজ আলি খাঁ তাঁর বাজনায় সগৌরবে পরিস্ফূট করেন।

