শিক্ষার অভাবের অজুহাত মিথ্যা

শিক্ষার অভাবের অজুহাত মিথ্যা

আরজিকর ধর্ষণ কাণ্ডের পর এক সপ্তাহের বেশি অতিবাহিত। আপাতভাবে নাগরিক সমাজ তার এ যাবৎকালীন নিরবচ্ছিন্ন মৌনব্রত ভঙ্গ করার প্রমাণ দিয়ে যারপরনাই লড়েছে-লড়ছে, ফলস্বরূপ দেশ ও দেশের গণ্ডির বাইরেও সে যজ্ঞের আহুতির ধূম্র পৌঁছেছে একপ্রকার। অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, ‘The world is a dangerous place, not because of those who do evil, but because of those who look on and do nothing.’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!