দৃশ্য-নিবন্ধ

প্যাটিসওয়ালাকে গণপিটুনি থেকে SIR

যা এ বাংলায় কখনও ভাবা যায়নি, তাইই ঘটল কলকাতার গড়ের মাঠে প্রকাশ্য দিবালোকে। চিকেন প্যাটিস বিক্রি করা ও বাঙালি মুসলমান হওয়ার কারণে শেখ রিজাউলকে গণপিটুনি দিয়ে তাঁর প্যাটিস সব মাটিতে ফেলে দেওয়া হল। শুধু তাই নয়, এই নিরীহ গরিব হকারকে পেটানোর জন্য সেই বীরপুঙ্গবদের ঘটা করে সংবর্ধনা দিল বিজেপি। বার্তা খুব পরিষ্কার। এইসব পরিকল্পিত হামলার সঙ্গে জুড়ে গেল SIR নামক এক বিভীষিকা। বাংলা দাঁড়িয়ে এক চরম খাদের সামনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *