Power to the Imagination
Power to the Imagination (কল্পনাকে ক্ষমতা দাও): নেপালে গণ বিদ্রোহ।
গত এক-দু’ দশকে সারা বিশ্বের বিভিন্ন দেশে তরুণ প্রজন্ম শাসকের অনাচার ও স্বৈরাচারের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলেছে। সোশ্যাল মিডিয়ার জন্যই তা দ্রুত ও পরিব্যাপ্ত রূপ পাচ্ছে। নেপালও তার ব্যতিক্রম নয়। যে সমস্ত প্রাচীনপন্থীরা এখনও এই অভ্যুত্থানের পিছনে ষড়যন্ত্র দেখছেন, তারা বিশ্বের রাজনীতি ও অর্থনীতিতে যে সুদূরপ্রসারী পরিবর্তনগুলি ঘটে গিয়েছে, তার কোনও আন্দাজই করতে পারছেন না। তরুণ প্রজন্ম এক নতুন পথ খুঁজছে।