মিডিয়ার নতুন যুগ
প্রিন্ট ও টিভি মিডিয়ার জমানা পেরিয়ে আমরা আজ এক বৈচিত্র্যমূলক মিডিয়ার জগতে প্রবেশ করেছি। একে নতুন যুগ বললে অত্যুক্তি কিছু হয় না। কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু আপনার দেখার বিষয়কে নিয়ন্ত্রণ করছে না, যিনি কন্টেন্ট বানাচ্ছেন তাঁর বিষয়াদির ওপরেও তার অলিখিত চয়ন। পাঠক, দর্শক, শ্রোতা অথবা নির্মাতা– কেউই এই ঘেরাটোপের বাইরে নয়। বিশিষ্ট সাংবাদিক সুব্রত বসুর সঙ্গে কথা বললেন অনিন্দ্য ভট্টাচার্য।