দৃশ্য-নিবন্ধ

সোনম ওয়াংচুক’ও ‘দেশদ্রোহী’?

এই ভিডিও’টি সরাসরি ইউটিউব থেকে দেখুন – উপরে স্ক্রিনে Watch on YouTube’এ ক্লিক করুন।

জাতীয় নিরাপত্তা আইনে লাদাখ থেকে গ্রেফতার হয়েছেন সোনম ওয়াংচুক। সোনমকে নিয়ে দিল্লি সরকারের এত ভয় কীসের? লাদাখবাসীর সঙ্গে তিনি তো লাদাখের পূর্ণ রাজ্যের মর্যাদা ও sixth schedule’এ তার অন্তর্ভুক্তি – এইটুকুই চেয়েছেন। গত ৬ বছর ধরে শান্তিপূর্ণ আন্দোলন ও অনশন করেছেন। লেহ থেকে দিল্লি অবধি পায়ে হেঁটে গিয়েছেন। সরকারও নীরব থেকেছে, তাদের উপেক্ষা করেছে। বরং ২৪ সেপ্টেম্বর লেহ’তে যুবসমাজের বিশাল জমায়েত দেখে কেন্দ্র শাসিত পুলিশ তার উপর গুলি চালিয়ে ৪ জনকে হত্যা করেছে। জেলবন্দী সোনম ও আক্রান্ত লাদাখবাসী। ভবিষ্যৎ এবার কোন পথে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *