দু’ দিন আগে হিন্ডেনবার্গের আবার আক্রমণ দেখে সত্যিই চমকে উঠেছিলাম। বারবার মনে হচ্ছিল, ‘শিব ঠাকুরের আপন দেশে আইনকানুন সর্বনেশে’ লাইনটি। সত্যি বলতে কি, সাধারণ ছোট লগ্নিকারীরা প্রকৃতই বিভ্রান্ত, কারণ শেয়ার বাজারের মূল ভরসা যে রেগুলেটার (SEBI, সেবি), তার সর্বোচ্চ প্রধানের বিরুদ্ধে এবারে অভিযোগ।