খয়রাতি না পুনর্বন্টন?
রাষ্ট্রের তরফে জনগণের হাতে নগদ হস্তান্তরকে কেউ কেউ ‘রেউড়ি’, ‘ডোল’, ‘পাইয়ে দেওয়া’র রাজনীতি বলে দেগে দিলেও তা আজ অনিবার্য; কারণ, অর্থ ও সম্পদের যে পরিমাণ একচেটিয়াকরণ ও কেন্দ্রীভবন হয়েছে, উপরন্তু, উন্নততর প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তার আধিপত্যে যে ভাবে কাজের সুযোগও ক্রমেই কমে আসছে, সে ক্ষেত্রে প্রান্তিক জনতার মধ্যে এই অর্থ ও সম্পদের পুনর্বন্টন ব্যতীত অন্য কোনও উপায় আছে কী?