জনকল্যাণের রাজনীতিই এখন প্রধান স্রোত
কৃষি থেকে ম্যানুফ্যাকচারিং, পরিষেবা থেকে তথ্য প্রযুক্তি- সর্বত্রই রথের রশি এখন কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে। বদলে যাচ্ছে রাজনৈতিক অর্থনীতি, সৃষ্টি হচ্ছে গিগ অর্থনীতির বিপুল জগৎ, যেখানে কাজের নিশ্চয়তা ও সুস্থায়ী মজুরি ক্রমেই অপ্রতুল। অতএব, বেকারত্ব অথবা স্বল্প মজুরি প্রসূত দারিদ্র্যের এই কঠিন বোঝাকে লাঘব করতে দেশে দেশে জনকল্যাণের রাজনীতি- বহু ক্ষেত্রে নগদ হস্তান্তর- এখন অর্থনীতির প্রধান স্রোত। আমাদের দেশেও।