অতল জলের হাতছানি: মাস্তুলে আদানি

শেয়ার বাজার আসলে যে একটা পাগলের জায়গা এবং এর যে কোনও মাথামুণ্ডু নেই, তা বাঙালি গুরুজনেরা বহুদিন ধরেই সন্তান-সন্ততিদের বুঝিয়ে চলেছেন। কখন যে শেয়ারের দাম বাড়ে আর কেনই বা বাড়ে, কেনই বা পড়ে- তার কোনও সঠিক উত্তর নেই। কিন্তু মুষ্টিমেয় মানুষ মনে করেন, এটাই শেয়ার বাজারের সৌন্দর্য। উইলিয়াম শেক্সপিয়ার হ্যামলেট’এ একটি উক্তি করেছিলেন, ‘behind every madness there is a logic.’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!