প্রান্তিকের অভ্যুত্থান

সাল-তারিখ মনে রাখার বিষয়ে বরাবরই দুর্বল আমি। এখন তো আরও৷ মনে পড়ছে, জোড়াসাঁকোয় রবীন্দ্রভারতী সোসাইটির ঘরে ঠাকুরবাড়ির চিত্রকলা অযত্নে অবহেলায় পড়ে নষ্ট হচ্ছে জেনে খবর করেছিলাম৷ বিপজ্জনক গোপনে৷ রাত এগারোটা নাগাদ এক আলোকচিত্রীর সঙ্গে ঢুকেছিলাম সেই ঘরে বা গুদামে৷ কাপড়ে বোঁচকা বেঁধে মেঝেয় ফেলে রাখা ছিল অবনীন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, সুনয়নী দেবী এবং আরও অনেকের অসামান্য সব শিল্পকর্ম৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!