১৯৭৫ সাল- দেশে জরুরি অবস্থা জারি হয়েছে। গণতন্ত্র সাময়িক নির্বাসনে। কলকাতার রাজভবনে তৎকালীন প্রধানমন্ত্রী বাংলার বিশিষ্ট লেখক শিল্পীদের চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছেন। সুনীল গঙ্গোপাধ্যায় উপস্থিত হলেও কারও’র সঙ্গে বাক্যালাপ করতে পারলেন না, কারণ প্রবল ঠাণ্ডা লেগে তাঁর গলা একেবারে বসে গিয়েছে। সে কথা জানতে পেরে শঙ্খ ঘোষ নাকি সকৌতুকে প্রশ্ন করেছিলেন, এ কি প্রতীকী কন্ঠরোধ?