পঞ্চম স্তম্ভ কি চতুর্থকে প্রতিস্থাপন করবে?

সাম্প্রতিক তিনটি ঘটনা থেকে এই লেখাটির সূত্রপাত হতে পারে:

১) ভ্যালেন্টাইন দিবসে গরুকে আলিঙ্গন;

২) আদানি কাণ্ড;

৩) ত্রিপুরায় তিপরা মোথা’র উত্থান।

এই তিনটি আলোড়ন সৃষ্টিকারী ঘটনায় দেখা গেল, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে কথিত মেইনস্ট্রিম মিডিয়া (প্রিন্ট ও ভিজ্যুয়াল) যতটাই নীরব থেকেছে অথবা বিভ্রান্তিকর খবর সম্প্রচারের চেষ্টা করেছে, তার বিপ্রতীপে সোশ্যাল মিডিয়া যে ভাবে সোচ্চার হয়েছে ও ঘটনার গভীরে প্রবেশ করেছে, তার প্রভাব ও কার্যক্ষমতা অনেক বেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!