সভ্যতার মারী ও মুনাফা

এক ভয়ানক রোগ। কোভিডের চাইতে ঢের মারাত্মক। আক্রান্ত হলে সিকিভাগ লোক যায় মরে, যারা বাঁচে তাদের দেখতে কুৎসিত হয়ে যায়, অনেকের চোখ অন্ধ হয়ে যায়। ছোট বাচ্চাদের হলে তাদের অর্ধেক মরে যায়। সেই রোগ ঠেকানোর এক টিকা আবিষ্কার করলেন এক ইংরেজ ভদ্রলোক। গবেষণায় দেখা গেল, রোগ আটকাতে এই টিকা প্রায় শতকরা ১০০ ভাগ সফল, আর পার্শ্বক্রিয়া তেমন নেই। ২০০ বছর ধরে গবেষণা চলল। ইংরেজ ভদ্রলোক মরে সাহেব ভূত হয়ে পাইন গাছে বসে পা দোলাতে লাগলেন, কিন্তু গবেষণাগারের বাইরে তাঁর টিকা চালু হল না। ওষুধ কারখানাগুলো টিকা তৈরি করল না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!