দৃশ্য-নিবন্ধ

ফেক ‘বেঙ্গল ফাইলস’ ও গোপাল পাঠা

১৯৯৭ সালের এপ্রিল মাসে ৮৩ বছর বয়সে গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠা Andrew Whitehead’কে কলকাতায় তাঁর নিজের বাড়িতে বসে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারের অংশবিশেষ এখানে প্রকাশ করা হল, যা শুনলেই বোঝা যাবে, বিবেক রঞ্জন অগ্নিহোত্রী ‘দ্য বেঙ্গল ফাইলস’ নামক একটি চটুল ভিডিও তৈরি করে গোপাল পাঠাকে জড়িয়ে কতটা জালিয়াতি করেছেন। আর এই জালিয়াতি উন্মোচনে ইতিমধ্যেই গোপালবাবুর নাতি শান্তনু মুখোপাধ্যায় বিবেকের কাছে আদালতের সমন পাঠিয়েছেন। পুরো সাক্ষাৎকারটি শোনা যাবে এই ওয়েবসাইটের ‘Partition Voices’ শিরোনামে: www.andrewwhitehead.net.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *