জোহরান মামদানি

কে এই জোহরান মামদানি? তাঁকে নিয়ে এত হৈচৈ কেন? জোহরান মামদানি হয়ে উঠেছেন আমেরিকার বদলাতে থাকা এক মুখমণ্ডল। যে উগ্র জাতীয়তাবাদের পতাকা নিয়ে আমেরিকায় এক সর্বগ্রাসী নারকীয় অভিযান শুরু হয়েছে, এবার যেন ঘুরে দাঁড়াবার পালা! নিউ ইয়র্ক’এর মেয়র নির্বাচনের জন্য ডেমোক্রাট দলের প্রার্থী হিসেবে মামদানি যে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, তা এক কথায় অভূতপূর্ব। একজন গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবে তাঁর এই জয়ের তাৎপর্য অসীম। কর্পোরেট বিলিয়নপতিদের একতরফা লুঠের বিরুদ্ধে সাধারণ মানুষের স্বার্থে মামদানি যে পথ দেখিয়েছেন তা আমেরিকাবাসীদের নিঃসন্দেহে বিপুল ভাবে উজ্জীবিত করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *