হ্যামিলটনের আবাদ
ভাবনা, ভাষ্য ও নির্মাণ: অনিন্দ্য ভট্টাচার্য
বিংশ শতকের গোড়ায় এক স্কটিশ সাহেব ড্যানিয়েল হ্যামিলটন সুন্দরবনের গোসাবা দ্বীপে প্রায় দশ হাজার একর জমি ইজারা নিয়ে পত্তন করেন এক অভিনব এস্টেটের। বপন করেন সমবায় আন্দোলনের প্রথম বীজ। যে অঞ্চলকে ১৯৪৩’এর ভয়াবহ মন্বন্তর পর্যন্ত স্পর্শ করতে পারেনি। ১৯৩২ সালে রবীন্দ্রনাথ স্বয়ং সে অঞ্চলে গিয়ে হ্যামিলটন সাহেবের কাজ দেখে অভিভূত হয়ে যান।