আপনাদের শুভেচ্ছা ও সহযোগিতায় ‘একক মাত্রা’ ইসংস্করণ হিসেবে তার যাত্রা শুরু করল। এখানে আপনারা তিন ভাবে পড়া, দেখা ও শোনার সুযোগ পাবেন:
১) আজীবন গ্রাহক: যাঁরা ইতিমধ্যেই একক মাত্রা’র আজীবন গ্রাহক অথবা হতে চান তাঁরা এখানে নথিভুক্ত করলে এই সাইটের ১০০ শতাংশ অংশে সম্পূর্ণ অভিগম্যতা পাবেন;
২) অগ্রাহক-পাঠক: এখন থেকে শুধুমাত্রই আজীবন গ্রাহক সংগ্রহের প্রচেষ্টা থাকবে। তাই, যাঁরা আজীবন গ্রাহক না হয়ে শুধুমাত্র সংখ্যাভিত্তিক পত্রিকা পড়তে চাইবেন, তাঁদের নথিভুক্ত হয়ে সেই নির্দিষ্ট সংখ্যার দাম অনলাইনে মিটিয়ে দিলেই তাঁদের দুয়ার খুলে যাবে;
৩) এছাড়াও এই সাইটে আরও বহু আকর্ষণীয় বিভাগ থাকছে যেগুলো কোনও মূল্য ব্যতিরেকেই দেখা, শোনা বা পড়া যাবে।