রাজনীতি, অর্থনীতি, জীবনযাপন, মায় পাঠাভ্যাসের সিংহভাগ যে আজ ডিজিটাল দুনিয়াতে পাড়ি দিয়েছে, তা চোখ বুজে অস্বীকার করার আর কোনও উপায় নেই। আমাদের এই সনাতন বিশ্বলোকে আমরা এখন নতুন গ্রহের বাসিন্দা। আগামী দিন নাকি হতে চলেছে মেটাভার্স’এর এক সন্নিবদ্ধ ত্রিমাত্রিক বাস্তবতা।
সে দুনিয়ার রকমসকমই আলাদা। ইন্দ্রিয়ের স্পর্শে যে জগৎ’কে আমরা এতদিন প্রত্যক্ষ করেছি, তা এখন স্পর্শাতীত। বিনিময়ের মুদ্রাও এখন এক চিহ্ন মাত্র: ক্রিপ্টোমুদ্রা। কিন্তু তা বলে কি আর আমাদের খাওয়া-পরাও ভার্চুয়াল হয়ে উঠবে! মোটেই নয়। কিন্তু বাকী সব ক্রিয়াকর্মের অধিকাংশ যে ডিজিটাল ভুবনেই সেরে নিতে হবে, তা নিয়ে সংশয়ের আর কোনও কারণ নেই।
সেই বাধ্যত ডিজিটাল ভুবনের আলো-অন্ধকার নিয়েই আমাদের এবারের প্রচ্ছদ বিষয়। বলাই বাহুল্য, আমরাও এখন ডিজিটাল। এই নতুন সময়ে ‘একক মাত্রা’ও নিজেকে রূপান্তরিত করল ইপত্রিকায়। অল্প কিছু মুদ্রণ কপি হয়তো থাকবে এখনও, কিন্তু প্রায় সমস্ত পাঠকের পাঠ-অভ্যেস যেভাবে ডিজিটাল পানে এগোচ্ছে, তাতে এছাড়া আমাদের আর কোনও উপায় ছিল না। ক্লিক করুন আমাদের ইসংস্করণে: www.ekakmatra.in