আধুনিক রাজনৈতিক অর্থনীতির যাত্রাপথে কৃত্রিম বুদ্ধিমত্তার বলয়ে এসে ঢুকে পড়াটা পুঁজিবাদের কোনও আচম্বিত বা পরিকল্পিত ঘটনাপ্রবাহ ছিল না। মুনাফার হারের বৃদ্ধির সঙ্গেই তার এগিয়ে চলা, আর সেই পথেই কালে কালে প্রযুক্তির সব যুগান্তকারী উদ্ভাবন। প্রযুক্তির নিত্য নতুন উদ্ভাবন না হলে উৎপাদনশীলতা বাড়ে না; উৎপাদনশীলতা না বাড়লে মুনাফার হারে উর্ধ্বগতি বজায় থাকে না। আর সেই জন্যেই পুঁজিকে সর্বদা খুঁজে বেড়াতে অথবা নির্মাণ করতে হয় বিনিয়োগের নতুন নতুন কুমারী পরিসর। বিজ্ঞানের গবেষণা ও প্রযুক্তির বিবর্তন তাই পুঁজিবাদের এক অপরিহার্য অঙ্গ। এই অঙ্গ সঞ্চালনাতেই আজ এসে পৌঁছনো কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এমন এক ডিজিটাল বাসরে যেখানে বিস্ময়াবিষ্ট কর্মকুশলতা শুধু এক নতুন বাস্তবের জন্ম দিচ্ছে না, নির্মাণ করছে সম্ভাবনা ও বিনাশের যুগল বীজ।
1 Comment