ডিজিটাল ভুবনের সীমানা ছাড়ায়ে

আধুনিক রাজনৈতিক অর্থনীতির যাত্রাপথে কৃত্রিম বুদ্ধিমত্তার বলয়ে এসে ঢুকে পড়াটা পুঁজিবাদের কোনও আচম্বিত বা পরিকল্পিত ঘটনাপ্রবাহ ছিল না। মুনাফার হারের বৃদ্ধির সঙ্গেই তার এগিয়ে চলা, আর সেই পথেই কালে কালে প্রযুক্তির সব যুগান্তকারী উদ্ভাবন। প্রযুক্তির নিত্য নতুন উদ্ভাবন না হলে উৎপাদনশীলতা বাড়ে না; উৎপাদনশীলতা না বাড়লে মুনাফার হারে উর্ধ্বগতি বজায় থাকে না। আর সেই জন্যেই পুঁজিকে সর্বদা খুঁজে বেড়াতে অথবা নির্মাণ করতে হয় বিনিয়োগের নতুন নতুন কুমারী পরিসর। বিজ্ঞানের গবেষণা ও প্রযুক্তির বিবর্তন তাই পুঁজিবাদের এক অপরিহার্য অঙ্গ। এই অঙ্গ সঞ্চালনাতেই আজ এসে পৌঁছনো কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এমন এক ডিজিটাল বাসরে যেখানে বিস্ময়াবিষ্ট কর্মকুশলতা শুধু এক নতুন বাস্তবের জন্ম দিচ্ছে না, নির্মাণ করছে সম্ভাবনা ও বিনাশের যুগল বীজ।

Related Articles

1 Comment

Avarage Rating:
  • 0 / 10
  • SANJIBAN DEY , October 9, 2022 @ 1:08 pm

    কৃত্রিম বুদ্ধিমত্তাকে সমর্থন করি, বিজ্ঞানের অগ্রগতিতে দেশের উন্নতি হোক মনে প্রাণে চাই, কিন্তু উন্নতির অগ্রগতির গতিবেগেরও একটা সীমা ও পদ্ধতি থাকা উচিত, হঠাৎ করে একটা সিস্টেমের পরিবর্তন সমাজের কাছে গ্রহণযোগ্য নয়, পরিকল্পনা ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ সমাজে বেকারত্বের আগুনে ঘি দেবে। হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমরা দেখি দেশের সমস্ত কৃষি জমি রোবট চাষ করছে তবে আমাদের কৃষকরা কোথায় যাবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!