‘একক মাত্রা’ অনলাইন
‘একক মাত্রা’ এবার মূলত ইসংস্করণ রূপেই প্রকাশ পাবে। কিছু মুদ্রণ কপিও হয়তো থাকবে। আজীবন গ্রাহক সহ সমস্ত পাঠকদের অনুরোধ, নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড বানিয়ে নিন। তারপর লগিন করে পড়ুন। আজীবন গ্রাহকেরা এখানে সমস্ত লেখা ও ফিচারে সম্পূর্ণ অভিগম্যতা পাবেন। অন্যান্য পাঠকেরা বেশ কিছু ক্ষেত্রে এখানকার সংকলনগুলি পড়তে, দেখতে ও শুনতে পাবেন, কিন্তু ‘একক মাত্রা’ পড়তে গেলে তাঁদের আজীবন গ্রাহক হয়ে অথবা নির্দিষ্ট সংখ্যার মূল্য দিয়ে সে সুযোগ নিতে হবে।
এইভাবে আমরা শুরু করলাম। আপনাদের পরামর্শে আমরা আরও ঋদ্ধ ও উপযুক্ত হব।