৩৭০ ধারার বিলোপ

বললেন: সুজাত ভদ্র। ৩৭০ ধারার বিলোপ কি রাজ্যগুলিকে সত্যিই সমতা দিল? যদিও মহামান্য শীর্ষ আদালত ২০১৯ সালে রাষ্ট্রপতির ৩৭০ ধারা বাতিলের নির্দেশকে অন্যায় বলেছেন, তথাপি, তাঁরা সেই ধারা বাতিলের সিদ্ধান্তকে ফেরত নেননি। যা গেছে তা গেছে। কিন্তু ৩৭১ ধারা যে থেকে গেল- যার জোরে গুজরাত সহ বেশ কিছু রাজ্য asymmetric federalism’এর সুবিধা ভোগ করে যাচ্ছে! আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো কি আরও বিপদগ্রস্ত হল?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!