দৃশ্য-নিবন্ধ

আবারও ব্যাপক কর্মী ছাঁটাই

বিশ্বের তাবড় আইটি ও সোশ্যাল মিডিয়ার কোম্পানিগুলি আরও এক দফা কর্মী ছাঁটাইয়ের পথে। ইতিমধ্যে ২০২৫ সালের অর্ধ যাপনেই কাজ গেছে এক লক্ষেরও ওপর আইটি কর্মীর। মাইক্রোসফট, ইন্টেল, গুগল, অ্যামাজন প্রভৃতি কোম্পানিগুলি জানিয়ে দিয়েছে, ব্যবসার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও বেশি আয়ত্ব করা ছাড়া তাদের আর কোনও উপায় নেই, অতএব, অবধারিত ভাবেই কাজ যাবে কর্মরত কর্মীদের।

এই সার্বিক কর্মহীনতার যুগে মানুষের যাপন কীভাবে নির্বাহ হবে? মানুষ বিনা কৃত্রিম বুদ্ধিমত্তা যদি সমাজের যাবতীয় উদ্বৃত্ত সৃষ্টি করতে পারে, তাহলে তার ভাগ তো সমস্ত মানুষের পাওয়ার কথা। ফিরে আসছে ফরাসি বিপ্লবের অন্যতম নেতা টমাস পেইনের ‘Citizens Dividend’এর ধারণা। রাষ্ট্রের তো কর্তব্য নাগরিকের জীবনযাপনের যথার্থ দেখভালের পূর্ণ দায়িত্ব নেওয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *