হাওরের যাপন ও একটি ছবি
মুহাম্মদ কাইউম। এলেন এবং জয় করলেন। ২০২২ সালে কলকাতা চলচ্চিত্র উৎসবে তাঁর প্রথম ছবি ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সেরা ছবির পুরস্কার পায়। সে অসাধারণ ছবি, সম্প্রতি আবারও কলকাতার জ্ঞানমঞ্চে দেখানো হল Forum for Film Studies and Allied Arts আয়োজিত চলচ্চিত্র উৎসবে; তাঁর উপস্থিতিতে। সেই অনন্য ছবি ও নিজের কাজ সম্পর্কে কী বললেন মহঃ কাইউম? একটি দৃশ্য-নিবন্ধ।