বাঙালি মধ্যবিত্তর জন্মজড়ুল সিদ্ধান্তহীনতা। ‘টু বি অর নট টু বি’– এই করতে করতেই প্রায় ৩০০ বছর কাটিয়ে দিল। কিন্তু একটা জরুরি প্রশ্ন– এই মধ্যবিত্ত কি বিত্তে মধ্য না চিত্তে মধ্য! যদি বিত্তে মধ্য হয় প্রাথমিক মাপকাঠি, তবে এই শ্রেণিটি বিত্তের কোন প্যারামিটার দিয়ে নির্মিত হয়েছিল?